ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জলদস্যুদের আটক করে কোস্ট গার্ডে দিল জেলেরা

আটক দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে রাতেই তাদেরকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

সুন্দরবনে দুবলার চরের জেলেপল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে গণধোলাই দিয়ে অস্ত্র ও গুলিসহ দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে হস্তান্তর করেছে জেলেরা। রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহম্মেদ জানান, রাত ১১টার দিকে দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১২ জনের একটি দস্যুর দল দুই ভাগে বিভক্ত হয়ে জেলেদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। দস্যুদের একটি গ্রুপ চরের দক্ষিণ দিকে চলে যায়। অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে ও ভারতীয় তিন দস্যুকে আটক করেন।

তিনি জানান, আটক দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে রাতেই তাদেরকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

RA
আরও পড়ুন