ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চলন্ত ট্রাকের বামপাশে বসে থাকা চালকের সহকারী রেজওয়ান হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান হোসেন রাজন (২৪) কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের উত্তর পাড়ার রেজাউল ইসলামের ছেলে।

কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন  জানান, ভোরে ফজরের নামাজের সময় টায়ার (চাকা) পাংচার হওয়ায় দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে বালুবাহী একটি ট্রাক আগে থেকে দাঁড়িয়ে ছিল। এসময় সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের বামপাশে বসে থাকা চালকের সহকারী রেজওয়ান হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকের মালিকের বাড়ি কলারোয়ায় হওয়ায় তিনি এসে নিহত পরিবারের সঙ্গে সমঝোতা করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

RA
আরও পড়ুন