ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোংলায় দস্যু বাহিনীর প্রধানসহ ৭ জলদস্যু আটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ এএম

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে ২ টি এক নলা বন্দুক ও ৩ টি রামদা উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটকরা হলেন- জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ(৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। আটকরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

MMS
আরও পড়ুন