ধর্ষকদের বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন  

‘বক্তারা জানান, তারা ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহযোগিতা করবেন না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা করবেন।’

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে । সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা জজ আদালতের সামনে এই মানববন্ধন ও করেন তারা।  

এসময় তারা ৮ বছর বয়সী এই শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুকনুজ্জামান ও নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল।

এ সময় বক্তারা জানান, তারা ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহযোগিতা করবেন না। বরং আসামিদের বিপক্ষে সব ধরনের আইনি সহায়তা করবেন।

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুর বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার আদালত।

AA
আরও পড়ুন