সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে খুলনার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি জাইনুদ্দীন জায়েদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ মার্চ) বিকাল ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫) দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোঃ জামাল গাজীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি আব্দুল মান্নান গাজী সাতক্ষীরা সদর ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হরিনটানা থানায় মাদকসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধ একটি মাদক মামলা রুজু হয়।
ওই মামলায় বেশ কিছুদিন জেল খাটার পর আসামি জামিনে বের হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল। এরই মধ্যে তার অনুপস্থিতিতে এ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি আব্দুল মান্নান গাজীকে ৫ বছরের সাজা প্রদান করেন।
আসামি আব্দুল মান্নান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ৩ বছরের অধিক সময় দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার এক পর্যায়ে র্যাব ৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে রোববার রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
