ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২২ দফা দাবিতে কুষ্টিয়ায় তামাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২০১২ সাল থেকে কোম্পানীর পাওনা মুনাফা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, নিয়োগ পত্র ও আইন বহির্ভূতভাবে বাইরে রাখা শ্রমিকদের চাকরিতে পূর্ণবহাল সহ ২২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কুষ্টিয়া লীফ ফ্যাক্টরীর মৌসুমী শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস বিএটি কারখানার সব ক’টি ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। 

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহাসিন আলী বলেন,  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানীর শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে। তারা শ্রমিকদের সাথে না বসে তৃতীয় পক্ষের মাধ্যেমে কথা বলার চেষ্টা করছে। টোব্যাকো কোম্পানীকে শ্রমিক সাথে বসে সমস্যা সমাধান করতে হবে।

এসময় শ্রমিকরা বিএটি কর্তৃপক্ষের নানা বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করে তা সমাধানের দাবি জানান।

তবে এ বিষয়ে বিটিশ আমেরিকান টোব্যাকোর কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

AHA
আরও পড়ুন