ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

মাঝারি তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

আপডেট : ০৮ মে ২০২৫, ০৪:৩৮ পিএম

মাঝারি তাপপ্রবাহের কবলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রা। 

বৃহস্পতিবার (৮ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ।

চলতি মৌসুমে এক থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপদাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে ১ বা ২টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার (৮ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ মার্চ ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

বুধবার (৭ মে) মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এতে প্রাণী ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলেও জানান আবহাওয়া কর্মকর্তা।

FJ
আরও পড়ুন