ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান রোধে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম

ঈদ আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 

বৃহস্পতিবার (৫ জুন) ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, সীমান্তে ভারত থেকে চোরাই পথে কোন গরু আসছে না। ঈদ পরবর্তী সময়েও চামড়া পাচার রোধে একই রকমভাবে কঠোর ও সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। 

সাতক্ষীরা সীমান্তে পুশইনের বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে সাতক্ষীরা সীমান্তে কোনো পুশইন হচ্ছে না। যেকোনো সন্দেহভাজন বাংলাদেশিকে নাগরিকত্ব যাচাই সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি।

Raj/FJ
আরও পড়ুন