ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় স্বর্ণ পাচারকালে নারী আটক

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩০ পিএম

সাতক্ষীরার বাঁকাল সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ জুন) সকালে ভারতে স্বর্ণ পাচারকালে এ নারীকে আটক করা হয়।

আটক নারী নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা টাওয়ার মোড় এলাকার ইমাম হোসেনের স্ত্রী। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার টাকা। এছাড়া ওই নারীর নিকট থেকে নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। এ নিয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

AA/AHA
আরও পড়ুন