কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনাও উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদয়নগর বিওপির আওতাধীন মানিকের চর ও পদ্মা নদীর শাখা নদী আশ্রয়ণ থেকে চল্লিশপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের সরাসরি তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় বিজিবি ও আনসার সদস্যদের সহায়তায় প্রায় ২০,০০০ কেজি চায়না দুয়ারি জাল এবং ৩,৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত এসব অবৈধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, অবৈধ মৎস্য আহরণ এবং নিষিদ্ধ জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
