ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

ভারতে ঢোকার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আযাদ বিস্ফোরকসহ ৭ মামলার পলাতক আসামি। 

বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশের পর তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় তিনি কোনো রাজনীতির সাথে জড়িত আছে কি-না জিজ্ঞাসা করলে অস্বীকার করেন।

পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় কালো তালিকাভুক্ত আসামি। আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

NJ/FJ
আরও পড়ুন