ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৫৭ এএম

সাতক্ষীরার কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে হাসপাতাল, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বর। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যান চালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ব্যাপক ক্ষতি হয়েছে চাষীদেরও।

জানা গেছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, মানুষসৃষ্ট কৃত্রিম অব্যস্থাপনা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা ও আবর্জনার ভাগাড়ের কারণে যেখানে সেখানে জলাবদ্ধতার অন্যতম কারণ।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে কলারোয়া হাসপাতাল চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, আলিয়া মাদরাসা, বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে পানি জমে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে এসকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি মাঠ অতিরিক্ত পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার বিঘা মাছের ঘের হুমকির মুখে।  

জয়নগর গ্রামের দেবাশীষ চক্রবর্তী বাবু বলেন, তার পানের বরজসহ প্রায় ৪ বিঘা ফসলি ক্ষেত পানির নিচে। বাড়ির আঙিনাতেও পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভ্যানচালক ভোলা জানান, বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি দিতে পারছি না। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক বলেন- সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, আরও বৃষ্টি হলে নতুন করে সবজি চাষ করা সম্ভব নাও হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ‘আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

AHA
আরও পড়ুন