হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে পড়েছে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনায়। অধিকাংশ রাস্তায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার থেকে সারারাত বৃষ্টি হয়। এতে পৌরসভার আরামবাগ, শান্তিরমোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট, উদয়ন মোড়সহ পৌর এলাকার অনেক এলাকায় ঘরবাড়ি, প্রতিষ্ঠান, ছাত্রাবাস ও রাস্তায় পানি জমে যায়। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দি হয়ে পড়েছে। কারও কারও রান্নাঘর-টিউবওয়েলের কিছু অংশ ডুবে গেছে পানির নিচে। এছাড়া ছাত্রাবাসে পানি ঢুকে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং যেগুলো আছে সেসবের অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অপরদিকে মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা নিষ্কাশনের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ।
আরামবাগ এলাকার এক বাসিন্দা বলেন, আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি ওঠেনি। এবার বৃষ্টিতে বাসাবাড়িতে পানি উঠে গেছে। ফলে ঘরের জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছি। পৌরসভার ড্রেনের কাজ চলমান থাকায় এই সমস্যা হয়েছে। তাই দ্রুত ড্রেনের কাজ শেষ করার অনুরোধ জানাচ্ছি।
শান্তিরমোড় এলাকার সোহাইব বলেন, একরাতের হঠাৎ বৃষ্টিতেই বাড়িতে পানি উঠে গেছে। ৯৮ সালের বন্যায় এমন পানি উঠেছিল।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কয়েকটি স্থানে ড্রেনের কাজ চলমান। এজন্য হঠাৎ বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরে জমে থাকা পানি মেশিনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে। এছাড়া আশা করি ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে।
