ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শতবর্ষী গাছে ধাক্কা লেগে প্রাইভেটকার খাদে, নিহত ১

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম

যশোরের ঝিকরগাছায় শতবর্ষী গাছে ধাক্কা লেগে প্রাইভেটকার খাদে পড়ে ইফতেখার আল মামুন তুষার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় শাহজদা (৩৭) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে ঝিকরগাছা উপজেলার নবীবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার আল মামুন তুষার যশোর সদর উপজেলার রেলগেট তেঁতুলতলার মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা একই উপজেলার রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে প্রাইভেটকারটি যশোরের দিকে যাচ্ছিল। পথে নবীবনগর পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুরোনো গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তুষার। এ সময় গুরুতর আহত অবস্থায় সাহাজাদাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের সদস্য আবু সুফিয়ান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, খাদে পড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

NJ