ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৩৯ এএম

কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গত ৭ ও ৮ আগস্ট মথুরাপুর, চল্লিশপাড়া, ধর্মদাহ ও গোবিন্দপুর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

শুক্রবার দুপুরে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার কয়েকটি সীমান্তে অভিযানে ভারতীয় ৭৪০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট, ৭৭২ পিস প্রিসটিন সিনেগ্রা ট্যাবলেট, ৬২ প্যাকেট পাতার বিড়ি, ৪০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং ৫ হাজার ১৮০ প্যাকেট নকল বিড়ি আটক করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১ হাজার ৯১০ টাকা।

পৃথক অভিযানে ৭ আগস্ট বিকেলে মথুরাপুর সীমান্ত থেকে ৭৪০ পিস ডেক্সামিথাসন, রাতে চল্লিশপাড়া সীমান্ত থেকে ৪২০ পিস সিনেগ্রা ট্যাবলেট ও ৬২ প্যাকেট পাতার বিড়ি এবং পরে ধর্মদাহ সীমান্ত থেকে ৩৫২ পিস সিনেগ্রা ট্যাবলেট আটক করা হয়। ৮ আগস্ট বিকেলে গোবিন্দপুর এলাকা থেকে উদ্ধার হয় ৪০ কেজি কারেন্ট জাল ও ৫,১৮০ প্যাকেট নকল বিড়ি।

জব্দকৃত সব মালামাল বিধি অনুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

AHA
আরও পড়ুন