চুয়াডাঙ্গা সদরের কিরণগাছিতে দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত মাছুরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের মাঝেরপাড়ার আজম আলীর স্ত্রী। ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থেকে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা ও পরিবার সূত্র জানায়, কিরণগাছিতে বোনের বাড়িতে ডিম নিতে গিয়েছিলেন মাছুরাসহ কয়েকজন। ফেরার সময় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির একটি ইজিবাইক মাছুরাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পাকা রাস্তার ওপর পড়লে ইজিবাইকের চাকা মাছুরা পেটের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছুরাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন। কিছুক্ষণ পর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুরার মৃত্যু হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, পেটের ওপর দিয়ে চাকা চলে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রাজশাহী যাবার প্রস্তুতিকালে সদর হাসপাতালেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ইজিবাইকের ধাক্কায় একজন নারীর মৃত্যুর ঘটনা জেনেছি। ঘটনাটি ঘটেছে দর্শনা থানা এলাকায়। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা হবে কিনা দর্শনা থানা পুলিশের নিকট জানতে চেয়েছি। এরপরই পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
