ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪ কিলোমিটার বাঁধে ছাত্রদলের নিম চারা রোপণ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম

পরিবেশ বাঁচাতে সচেতনতার অংশ হিসেবে বাগেরহাটে নিম গাছের রোপন করেছে জেলা ছাত্রদল। শুক্রবার বিকেলে দড়াটানা ব্রিজ থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত শহর রক্ষা বাঁধের প্রায় চার কিলোমিটার এলাকায় ৫ শতাধিক নিম চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসেন, সামিম মুনশি, ইমন শেখ, জসিম মিনা, রেহিত হালদার, মো. রাব্বি শেখ, রবি মুনশি, আলিফ পাইক, আকিব আহসান, আজিজুল শেখ, শাওন সরকার প্রমুখ অংশ নেন।

ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বাগেরহাট শহরের চারপাশ সবুজে ভরে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । নিমগাছ যেমন পরিবেশের জন্য উপকারী, তেমনি নানা রোগ প্রতিরোধেও কাজ করে। এই উদ্যোগ একদিন শহরবাসীর জন্য আশীর্বাদ হবে।

JMR
আরও পড়ুন