ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও আগুনের ঘটনার পর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গত দুই দিন ধরেই মাজার প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লালন শা‌হর আখড়া বা‌ড়ির খাদেম বলেন, বিভিন্ন মাজরে আক্রমণ হচ্ছে, আমরা এই আক্রমণ চাই না। এই ধরনের নেক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, সরকারের কাছে এই আবেদন।

দায়িত্বে থাকা পুলিশের এএসআই জাকির হোসেন বলেন, পাশের এলাকায় একটি সমস্যার কারণে এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পালাক্রমে ২০ জন পুলিশ সদস্য ২ দিন ধরে এখানে দায়িত্ব পালন করছে।

বিষয়টি নিশ্চিত করে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মো. মিজানুর রহমান বলেন, কিছু কারণে লালন মাজারে বাড়‌তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

NJ
আরও পড়ুন