ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যশোরে এক হাজার রোগীর বিনামূল্যে চোখ অপারেশন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
যশোর ঝিকরগাছা-চৌগাছা উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন হয়েছে।  
 
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রমটি পরিচালিত হয়।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন। মানবিক এ উদ্যোগে আরও সহযোগিতা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও আকিজ বেকার্স লিমিটেড।
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) চৌগাছার স্বরূপদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৩তম ক্যাম্পটির মাধ্যমে মাসব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়। 
 
এসব ক্যাম্প থেকে প্রায় ৫০ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে প্রায় এক হাজার রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছানি অপারেশনের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া চোখ পরীক্ষার পর বিনামূল্যে চশমা পেয়েছেন আড়াই হাজার রোগী। 
 
 
ক্যাম্পগুলো থেকে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা সেবা পেয়েছেন সাধারণ মানুষ। শুধু ব্যবস্থাপত্র নয়, রোগীদের প্রয়োজনীয় ডায়াগনোস্টিক, ফ্রি চোখ পরীক্ষা করে চশমা প্রদান এবং ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্যাম্পগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক চোখের রোগীর উপস্থিতি দেখা গেছে।
 
চক্ষু বিভাগের অভিজ্ঞ টিম চোখের প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম এবং যন্ত্রপাতি নিয়ে ক্যাম্পে সেবা প্রদান করেন।
 
সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সী এবং ধর্ম-বর্ণ ও শ্রেণি পেশার নারী-পুরুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে ছুটে আসেন। ক্যাম্পগুলোতে মহিলাদের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকে লম্বা লাইন দিয়ে অনেক মানুষকে চিকিৎসা নিতে দেখা গেছে। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন তারা।
NJ
আরও পড়ুন