যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় এলাকা থেকে কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে (১৮ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত আবু বকর সিদ্দিক (২৬) ঢাকার ধোলাইপাড় এলাকার বাসিন্দা। তার কোমরে লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার (ওজন ৬৯৭ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। এছাড়া একটি মোবাইল, পাওয়ার ব্যাংক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে মামলা দায়েরের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে, যা রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।
