ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিতলমারীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

বাগেরহাটের চিতলমারীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। 

উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিরকর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত শিক্ষক ও রাজনৈতিক নেতারা।

৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে ফুটবল, হ্যান্ডফল, কাবাডি, দাবা ও সাঁতার কাটার প্রতিযোগিতায় ৩২টি মাধ্যমিক স্কুল ও ৭টি মাদ্রাসার ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ উপজেলা সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানগণ।

এর আগে সকাল ১১টায় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং খেলায় অংশ গ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

NJ
আরও পড়ুন