ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্গাপূজা উপলক্ষে যশোরে জামায়াতের শাড়ি বিতরণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ পরিবারের সদস্যদের শাড়ি উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস।
 
ইউনিয়ন আমির অধ্যাপক মুসাহাক আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি নাজমুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামালপুর শাহাপাড়া পূজা মন্দিরের সভাপতি দিলিপ শাহা।
আরও উপস্থিত ছিলেন- ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম, থানা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি শাজাহান আলী, ৯নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, ইউসুফ আলী।
 
বক্তারা বলেন, হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখরভাবে উদযাপনে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
NJ
আরও পড়ুন