ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতীক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম ও সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম। প্রবীণ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুশান্ত কুমার ঘোষ প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান।

আলোচনা সভার আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও জেলার প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

NJ
আরও পড়ুন