ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝিনাইদহে রেললাইন সংস্কারসহ ৩ দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিক্যাল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে রেললাইন, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখনো রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ।

তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান।

NJ
আরও পড়ুন