ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিবির নেতার গুমের ঘটনায় বেনাপোলে ট্রাইব্যুনালের তদন্ত টিম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম
২০১৬ সালের ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে যশোরের বেনাপোল শাখার তৎকালীন ছাত্রশিবির সেক্রেটারি রেজওয়ান হোসাইন নিখোঁজ রয়েছেন।
 
এ ঘটনার তদন্তে বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ ৩ জন সদস্যের টিম এসে নিখোঁজ ছাত্রশিবির নেতার তথ্য সংগ্রহ ও সাক্ষ্যগ্রহণের কার্যক্রম পরিচালনা করেন।
 
সাক্ষ্যগ্রহণকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ, বেনাপোল পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
 
সাক্ষী হিসেবে রয়েছেন- রেজওয়ানের পিতা মো. মিজানুর রহমান, ভাই মো. রিপন হোসেন (গ্রাম: মহিসাডাঙ্গা), স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম (পাটবাড়ী), আনোয়ারুল ইসলাম (কাগমারী), গোলাম মোর্তজা (পাটবাড়ী) ও শফি (নারায়ণপুর)। তারা সবাই বেনাপোলের বাসিন্দা।
নিখোঁজ রেজওয়ানের ভাই রিপন হোসেন বলেন, তৎকালীন ওসি অপূর্ব হাসান, ওসি তদন্ত খন্দকার শামীম আহমেদ ও এসআই নুর আলম আমার ভাইকে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত আমার ভাইকে পাওয়া যায়নি। এ সময় জড়িতদের ফাঁসির জানান তিনি। 
 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ অক্টোবর ইসলামী ছাত্রশিবিরের ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়জন নেতার গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করে পরিবারগুলো। গুমের শিকার ৬ নেতার মধ্যে রেজওয়ান হোসাইন অন্যতম।  

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে রেজওয়ান হোসাইনকে তুলে নেওয়ার পর তার পরিবার বহুবার থানা, জেলা প্রশাসন ও উচ্চ আদালতে নিখোঁজের অভিযোগ করলেও কোন সুফল পাননি।  

দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত দল এ ঘটনায় মাঠে নামায় নতুন করে আলোচনায় এসেছে বেনাপোলের এই গুম রহস্য।  

NJ
আরও পড়ুন