তালাবদ্ধ গোডাউনে মিললো কাঠমিস্ত্রির মরদেহ, নিখোঁজ দুই সহযোগী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসহ গ্রামে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে।

স্থানীয় কাঠ ব্যবসায়িক এনামুল হক বলেন, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুইজন সহকারী ওই গোডাউনে থেকে ফার্নিচারের কাজ করতেন। গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে তার পরিবারের সদস্যরা গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ফার্নিচারের কাজ চলছিল। কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

AHA
আরও পড়ুন