নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে যশোরে ঝটিকা মিছিল করার অভিযোগে মোট ৫ জনকে আটক করেছে কোতোয়ালি ও ডিবি পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বজলু হাওলাদারের ছেলে রাজু রানা, মণিরামপুরের বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া, শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার নিজম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনি নদীর পাড় এলাকার বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে গতকাল গভীর রাতে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে যশোরের ধর্মতলা মোড় থেকে চাঁচড়া চেকপোস্টগামী সড়কের একটি পাম্পের সামনে অল্প দূরত্ব জুড়ে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। মিছিলে ১২ থেকে ১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। অধিকাংশের মুখে মাস্ক ছিল।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
টাকা দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ