নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও কম্বল জব্দ, আটক ৩

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম
গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোণায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।
 
শুক্রবার (১৬ আগস্ট) ভোরে জেলার কলমাকান্দা উপজেলার ইশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিনি-কম্বল জব্দসহ ওই তিনজনকে আটক করা হয়।
দুপুরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই এলাকায় অবৈধভাবে চোরাকারবারী কর্তৃক বিভিন্ন ধরনের অবৈধ দ্রব্য সামগ্রী পাচার করা হয়। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ভোর পৌনে পাঁচটার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে কলমাকান্দা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর টহল ঘটনাস্থলে গিয়ে চোরাচালানের সাথে সম্পৃক্ত শহিদুল ইসলাম (৩২), মোহাম্মদ মৌলু মিয়া (২৮) এবং হুমায়ুন কবির (৩৮) নামে তিনজন চোরাকারবারীকে আটকের পাশাপাশি তাদের বাড়ি ও দোকান থেকে ৮০ বস্তা চিনি এবং ৫০০টি কম্বল জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য দশ লাখ টাকা। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছেন। উক্ত চোরাচালানকারী চক্রের মূল হোতাদের আটক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
এদিকে আটক তিন চোরাকারবারীর সাথে সম্পৃক্ত সদস্যদেরকে স্বাভাবিক অবস্থায় কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দ মালামাল প্রশাসনের সাথে সমন্বয় করে সরকারি হেফাজতে হস্তান্তর করা হবে বলেও জানান সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিক।
 
HK/WA
আরও পড়ুন