জামায়াতের সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
 
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মাইজকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ওই সিএনজি যাত্রী হলেন, এখলাছুর রহমান (৬৫)। তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ভূইয়ার ছেলে। এছাড়া চালকসহ আহত ৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া (৬০) ও লাল মিয়া (৬০) সহ ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতাহতরা নেত্রকোনা জেলা শহরে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে ওই সিএনজিযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে মাইজকান্দি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজি চালকসহ সব যাত্রীই আহত হন। পরে দ্রুত আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই মারা যান এখলাছুর রহমান।
 
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
HK/WA
আরও পড়ুন