ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শোলাকিয়ার ঈদ জামাতের মুসল্লিদের জন্য থাকছে স্পেশাল ট্রেন

'শোলাকিয়া ঈদ স্পেশাল' নামে বিশেষ একটি ট্রেন ঈদের দিন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

শোলাকিয়ায় ১৯৮ তম ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণকারী বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিদের নিয়ে 'শোলাকিয়া ঈদ স্পেশাল' নামে দুটি ট্রেন ময়মনসিংহ ও  ভৈরব থেকে কিশোরগঞ্জ যাতায়াত করবে। খবর বাসস’র।

এরমধ্যে একটি ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে ঈদ জামাত শেষে আবার ময়মনসিংহে ফিরবে। অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জে এসে জামাত শেষে আবার ভৈরবে ফিরে যাবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ময়মনসিংহ জংশন থেকে 'শোলাকিয়া ঈদ স্পেশাল' নামে বিশেষ একটি ট্রেন ঈদের দিন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের জামাত শেষে ওই ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।

ট্রেনটি চলাচলের পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।

অন্যদিকে ভৈরব জংশন থেকে ভোর ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে এবং ঈদ জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি, গচিহাটা ও যশোদল স্টেশনে যাত্রাবিরতি করবে।

 

AA/br
আরও পড়ুন