ময়মনসিংহে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় কলেজের সামনে থেকে শোভাযাত্রটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জয়নূল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতীকী সাজ উপস্থাপন করা হয়েছে। যেখানে স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহাসিক বিভিন্ন চিত্র। এ ছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মঞ্চের সামনে গ্রাম বাংলার ঐতিহ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়।
