শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদসহ ৫ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলো- সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯), সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা.আব্দুল হাইয়ের ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, থানার দুটি দল গারো পাহাড়ে পৃথক অভিযান চালায়। অভিযানে মাদক সম্রাট হিসেবে পরিচিত রাশেল মিয়ার বাড়ি থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়া সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
