ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেরপুরের গারো পাহাড়ে মদের চালান জব্দ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ বিভিন্ন ব্র্যাণ্ডের ৩৮০ বোতল মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ মদের বড় চালান পিকআপভ্যানে নিয়ে রোববার রাতে চোরাকারবারিরা যাচ্ছিলো। থানা পুলিশ গোপন সূত্রে সেই খবর জানতে পেরে অভিযান চালায়। সেসময় বাংলাদেশে আমদানি ও বিপণন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভারতের বিভিন্ন নামিদামি ব্র্যাণ্ডের ৩৮০ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। সেইসাথে জব্দ করা হয় মদ পরিবহণে ব্যবহৃত পিকআপভ্যানটি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আল আমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

JMR
আরও পড়ুন