ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাবা-মাকে খুন করে মাটিতে পুঁতে রাখে ‘জুয়ায় আসক্ত’ ছেলে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম

ময়মনসিংহ জেলার ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলের হাতে খুন হয়েছেন বাবা ও মা। খুনের পর বাবা ও মাকে ঘরের মধ্যে মাটি খুড়ে পুঁতে রাখে ছেলে। ওই খুনি ছেলেকে পুলিশ আটক করেছে।

জানা যায়, ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামের অনলাইন জুয়া আসক্ত ছেলে রাজু বাবা মোহাম্মদ আলী (৭০) ও মা বানোয়ারাকে (৬০) জুয়া খেলার টাকার জন্য চাপ দেয়। টাকা না দেওয়ায় বাড়িতে থাকা মা বানোয়ারাকে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে।

পরে বাবা মোহাম্মদ আলীকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে নিজ ঘরে মাটিতে পুঁতে রাখে। নিহতের বোন জরিনা খাতুন তার মাকে মোবাইলে ফোন দিয়ে না পেয়ে তার ভাইকে ফোন দিলে উলটাপালটা কথা বলতে শুরু করে। পরে তার বোন জরিনা তার চাচিদের ফোন দিয়ে জানায় আম্মাকে ফোন দিচ্ছি ফোনে আম্মাকে পাচ্ছি না।

পড়ে তার চাচিরা রাজুর ঘরে ঢুকলে ঘরে রক্তে ভেজা কাঁথা দেখে তারা বুঝতে পারে। পরে চাচিরা রাজুকে জিজ্ঞেস করলে রাজু বলে- আব্বা-আম্মাকে খুঁজলে কি হবে, তাদেরকে আমি মেরে ফেলে মাটিতে পুঁতে রেখেছি। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে।

এ ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা ওসি মনসুর আহমেদ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের ছেলে রিয়াদ হোসেন রাজুকে (৩০) আটক করেছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, রাজু অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া খেলার জন্য টাকা চেয়ে না পেয়ে পিতা-মাতাকে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে। বুধবার সকাল কোনো এক সময় তার মাকে গলা টিপে হত্যা করে। তার মায়ের লাশ একটি রুমে লুকিয়ে রাখে পরবর্তীতে আজকে তার বাবাকে পাশের বাড়ি থেকে আনা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের দুইজনের লাশ বাসার একটি রুমের ভিতরে মাটি খুড়ে চাপা দেয়।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, রাজু তার বাবা মাকে হত্যার ঘটনা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

MMS
আরও পড়ুন