পাবনায় ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি, ভোটারদের ভোগান্তি

আপডেট : ২৯ মে ২০২৪, ১২:১৩ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় ভোটকেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে। তবে ইভিএম জটিলতায় ভোট গ্রহণর ধীরগতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সকাল থেকে পাবনা সদরের সেন্ট্রাল গার্লস স্কুল, পিটিআই, আরিফপুর জেউএস ফাজিল মাদরাসা, দুবলিয়া, শ্রীকোল, ফারাদপুর, চরপাড়া, নলদহ, ভাঁরাড়াসহ বেশ কয়েকটি কেন্দ্রের সামনে ভোটারের দীর্ঘ সারি। তবে ইভিএম মেশিন সকাল ৯টা পর্যন্ত নষ্ট হয়েছিল। এরপর মেশিন ঠিক হলেও বারবার ত্রুটি দেখা দেওয়াতে ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। 

সদরের ভাঁড়ারা ইউনিয়নের নলদহ সেন্টারের প্রিজাইডিং অফিসার সুমন রানা বলেন, এই সেন্টারে ৬ হাজার ৪০০ ভোট আছে। সকালে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় এক ঘন্টা জটিলতা হয়েছিল। এরপর সাড়ে নয়টার দিকে ঠিক করা হয়েছে। বর্তমানে মেশিন ঠিক থাকলেও বারবার সমস্যা দেখা দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২০০ ভোট সংগ্রহ হয়েছে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান বলেন, এই কেন্দ্রে নারী পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ৫ হাজার হাজার ৮০০ জন। কেন্দ্রে ১৬টি বুথ বসানো হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১২০ ভোট পড়েছে। নিরপেক্ষ ভোট হচ্ছে। কাউকে এখানে প্রভাব বিস্তার করতে দেওয়া হচ্ছে না 

নলদাহ কেন্দ্রের ভোটার মোহাম্মদ সোহেল রানা বলেন, সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, বারবার ইভিএমের সমস্যা দেখা দেওয়ায় ভোট দিতে পারছি না। এদিকে সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রে প্রচুর ভোটার জড়ো হয়েছে।

ভোটার আশরাফুল ইসলাম বলেন, সকাল ৭টার আগে ভোট দিতে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল। কিন্ত কেন্দ্র এসে দেখি ভোটারের দীর্ঘ লাইন। ১ থেকে ২ ঘন্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি।  

মোটরসাইকেল প্রতিকের সমর্থক পাবনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক বলেন, সকাল থেকে বেশিরভাগ জায়গায় ইভিএম মেশিন চালুই করতে পারেনি।

পাবনা সদরের আনারস প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম রুমন বলেন, সকাল থেকে প্রায় ১৫টি কেন্দ্রের পরিদর্শন করেছি। সব কেন্দ্রের অধিকাংশ ইভিএম মেশিনেই ক্রুটি। ভোট গ্রহণে ধীরগতি দেখা গেছে। কেন্দ্রে প্রচুর ভোটার দাঁড়িয়ে আছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পাবনার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্নের লক্ষ্যে বিজিবি, পুলিশ ফোর্স মাঠে রয়েছে। এ ছাড়া র‌্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। 

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা আশাবাদী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকালে কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও পরে ঠিক হয়ে গেছে। এখন স্বাভাবিক ভাবেই ভোট চলছে।

AHA/AST
আরও পড়ুন