ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথম বারের মতো বিপিএল ট্রফি রাজশাহীতে

ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ নগর ভবন রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পাবেন বিপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারন না হলেও প্রথম বারের মতো সেই ট্রফি এলো রাজশাহীতে। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করেপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ট্রফির উন্মোচন করেন। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেখানে ট্রফি দেখতে শিক্ষার্থী, ক্রিকেটপ্রেমীসহ বিভিন্ন শ্রেণির মানুষ ভিড় জমান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাসিত।

অনুষ্ঠানে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় স্যার গারফিল্ড সোবার্স ১৬ বছর আগে রাজশাহীর মাঠ প্রদক্ষিণ করে রাজশাহীর মাঠকে বিশ্বমানের মাঠ হিসেবে ঘোষণা করেন। ক্রিকেট খেলার স্থান হিসেবে রাজশাহী সব সময় এগিয়ে ছিল। এক সময় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট টিমের বেস্ট ইলেভেনের সাত জনই ছিল রাজশাহীর। আজকে রাজশাহী আবারও জেগে উঠেছে। এসময় রাজশাহী অঞ্চলে ভালমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরিসহ আগামীতে রাজশাহীতে বিপিএল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মিনু।

স্থানীয় বাসিন্দা শরিফ আহম্মেদ বলেন, এর আগে এমন ট্রফি রাজশাহীতে আসেনি। এবারই প্রথম আসল। তাই সকাল থেকেই উচ্ছ্বসিত ছিলাম। ট্রফি দেখতে পেয়েই প্রথমে ছবি তুলেছি। আশা করছি এই ট্রফি যাতে রাজশাহীর ঘরেই আসে।

ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ নগর ভবন রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পাবেন বিপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে।

 

RA/AHA
আরও পড়ুন