ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদ হাসান গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। একপর্যায়ে রিয়াদকে মারধর করে পাশের একটি মসজিদে ঢুকে পড়ে সিফাত। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের বেশ কয়েক জন নেতা মসজিদের সামনে অবস্থান নেন। এ ঘটনার পরপরই পুলিশের উপস্থিতিতে সিফাতের বাবাসহ বেশ কয়েক জন বিএনপি নেতা এসে অভিযুক্ত সিফাতকে নিয়ে যান।

এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

RA
আরও পড়ুন