বগুড়ায় রাতভর সেনাবাহিনীর ‘ব্লক রেইড’ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মাদকদ্রব্য, দেশিয় অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বগুড়া শহরের চকসুত্রাপুর হরিজন কলোনীতে মাদক বিরোধী অভিযান এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার শতাধিক বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা তল্লাসী পরিচালনা করে।
বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য এই অভিযানে অংশ নেন।
প্রাথমিক গণনা অনুযায়ী, অভিযানে ৩ হাজার বোতল চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ছোট বড় ৩০টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় এক নারী মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকা ঘেরাও করে অর্ধশতাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকা ভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
লঘুচাপের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি