ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় মৌসুমে সর্বোচ্চ ১৬১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

আপডেট : ৩০ মে ২০২৫, ০৪:০৯ পিএম

বগুড়ায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে)  সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার(৩০ মে) সকাল ৯ টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে। এসময় ১৬১.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। যা এই মৌসুমে সর্বোচ্চ।

টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলাসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।

বগুড়ার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানিয়েছেন, মাঝারি ধরনের ভারী বৃষ্টি চলমান রয়েছে। শুক্রবার রাত ৩ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে, নিম্ন চাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

FJ
আরও পড়ুন