ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সারিয়াকান্দিতে বাঙালি নদী তীরের ব্লক ও সড়কে ধস

আপডেট : ০১ জুন ২০২৫, ০৬:২২ পিএম

কয়েকদিনের ভারিবৃষ্টিতে বগুড়া সারিয়াকান্দির পৌর এলাকায় বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজের ব্লক ধসে গেছে এবং সেখানে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বেশকয়েকটি বসতবাড়ি বাঙালি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে বৃষ্টিতে সদর ইউনিয়নের একটি সড়কের একাংশ ধসে গেছে।

স্থানীয়রা জানান, নদী ভাঙনের হাত থেকে রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি সেতুর উত্তর পাশে হিন্দুকান্দি গ্রামের শিল্পপাড়া এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজের ধসের সৃষ্টি হয়েছে। সেখানে ১০ মিটার এলাকার আরসিসি ব্লক ধসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। দুইটি বসতবাড়ির পাকা মেঝেতে ফাঁটল ধরেছে। এতে আতঙ্কিত হয়েছেন এলাকাবাসী। 

বৃষ্টির পানির স্রোতে এভাবে ভাঙন অব্যাহত থাকলে বেশকিছু পাকা বসতবাড়ি বাঙালি নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ধসের ফলে এ পাড়ার একমাত্র সড়কেরও একাংশ ভেঙে গেছে। ফলে সড়ক দিয়ে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের শতাধিক এলাকাবাসী যাতায়াত করতে পারছেন না। এখানে ভাঙন সৃষ্টি হওয়ায় হিন্দুকান্দি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা আতঙ্কে বসবাস করছেন।

অপরদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের হাজিপাড়া এলাকায় সড়কে ধসের সৃষ্টি হয়েছে। সেখানে ড্রেনের নীচের মাটি সরে গিয়ে বিশালাকার গর্ত সৃষ্টি হয়েছে। এখানে বেশকিছু পাকাবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে। এখানে দ্রুত মেরামত কাজ শুরু না করলে সারিয়াকান্দি হাটশেরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর এখানে ড্রেনের কাজ সমাপ্ত করা হলেও তা টিকসই না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 

হিন্দুকান্দি গ্রামের সাব্বির আহম্মেদ চম্পক বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে হিন্দুকান্দি গ্রামের বাঙালি নদীতীর সংরক্ষণ কাজের সিসি ব্লক ধসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। দুইটি আধাপাকা বাড়ির মেঝেতেও ফাঁটলের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত এখানে মেরামত কাজ না করলে বাড়িগুলো বাঙালি নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের শাহেদ পারভেজ মিথুন বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের পাড়ার ড্রেনের একাংশ ভেঙে গেছে এবং রাস্তাও ধসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েকমাস আগের অপরিকল্পিত ভাবে তৈরি করা ড্রেন ভেঙে গেছে। অতিদ্রুত এখানে মেরামত কাজ না করলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজের যেখানে ধসের সৃষ্টি হয়েছে, সেখানে মেরামত কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তারা সেখানে দ্রুত মেরামত কাজ শুরু করবেন।

FJ
আরও পড়ুন