ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে সাংবাদিক হত্যা-মারধর, প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা ও একজনকে গুরুতর আহত করা হলো। দ্রুত বিচার আইনে এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে সাংবাদিকরা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।

NJ
আরও পড়ুন