ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হল কমিটি বাতিলের দাবি

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের বিভিন্ন আবাসিক হল কমিটিকে স্বজনপ্রীতি ও বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে এইসব কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার রাতে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করে বঞ্চিতরা। মিছিলটি কলেজেশহীদ শামসুজ্জোহা মুসলিম হলের (এসএম হল) সামনে থেকে শুরু হয়। কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন এসএম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওশন কবির, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জিহাদ হোসেন, ওয়াহেদুজ্জামান নাইস, মিরাজুল ইসলাম বাঁধন, তুষার, রাজিব, নাঈম, সাব্বির প্রমুখ। 

বক্তারা বলেন, রাতের আঁধারে স্বজনপ্রীতি ও বিতর্কিতদের দিয়ে বিভিন্ন আবাসিক হলের কমিটি দেয়া হয়েছে। ৫ আগস্টের পর যারা ছাত্রদল করছে তাদের দিয়ে কমিটি দেয়া হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই। এমনও আছে তারা কোনো সময় ছাত্রদল করতো না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন করে কমিটি করতে হবে। 

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, ‘কমিটি দেয়া হয়েছে আমি জানতেই পারেনি। ফেসবুকের মাধ্যমে জেনেছি যে কমিটি দেয়া হয়েছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি।’

এবিষয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, ‘অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করছে। কমিটি সঠিক হয়েছে। ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে পুর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।’

 

JMR
আরও পড়ুন