দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে নাটোরে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দুর্গাপ্রতিমা, যা ইতোমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়ছে।
শহরের লালবাজার কদমতলা এলাকায় রবি সুতম মণ্ডপের জন্য প্রতিমাটি তৈরি করছেন স্থানীয় কারিগর বিশ্বজিৎ পাল। কাঠ, বাঁশ, পাট ও বিচালির ফ্রেমে দেবীদুর্গাসহ গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, মহিষাসুর ও অসুরের মূর্তি প্রথমে মাটি দিয়ে গড়ে তোলার পর তাতে বসানো হয়েছে সোনালী আঁশ- পাট। প্রায় ২০ কেজি পাট ব্যবহার করা হয়েছে এই প্রতিমা তৈরিতে। এতে যুক্ত হয়েছে বাড়তি সৌন্দর্য ও ভিন্নমাত্রা, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

প্রতিমার কারিগর বিশ্বজিৎ পাল বলেন, “আমার শিক্ষা গুরু ছিলেন বাবা স্বর্গীয় নিমাই চন্দ্র পাল। তার কাছ থেকেই প্রতিমা তৈরির কাজ শিখেছি। গত বছর ধান দিয়ে প্রতিমা তৈরি করে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবার নতুনত্ব আনার জন্য পাট দিয়ে দুর্গাদেবীর প্রতিমা তৈরি করেছি। আশা করি, এটি সবার নজর কাড়বে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিমা বানানোর ইচ্ছা আছে।”

জানা গেছে, বহু বছর আগে নিমাই চন্দ্র পাল নাটোরের লালবাজারে প্রতিমা তৈরির কারখানা গড়ে তোলেন। তার নিখুঁত হাতে তৈরি প্রতিমা নাটোর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ছিল সমাদৃত। তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন ছেলে বিশ্বজিৎ পাল ও ছোট ভাই গোপাল চন্দ্র পাল।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর নাটোরে প্রায় ৩৬৫টির বেশি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী।
