ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তাড়াশে নসিমনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম

সিরাজগঞ্জে গরুবোঝাই নসিমনের ধাক্কায় সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় রিকশার ২ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে জনি শেখ (১০) একই উপজেলার কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশা চালক হাইফোত হোসেন (৪৭) ও তাড়াশ দক্ষিণ পাড়ার রফিকুল ইসলামের শিশু কন্যা তুবা (৮ মাস)। 
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে গরুবোঝাই নসিমন নওঁগা হাটের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করে।

 

JMR
আরও পড়ুন