ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজশাহীতে বিশ্ব মান দিবস উদযাপিত 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে, মান’-প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 
 
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা শিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু।
সভায় প্রধান অতিথি খোন্দকার আজিম আহমেদ বলেন, বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করছে। এতে ভোক্তারা ভালো পণ্য পাচ্ছে। মান নিয়ন্ত্রণে ভবিষ্যতে বিএসটিআই আরও সক্রিয়ভাবে কাজ করবে। 
 
এ সময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
NJ
আরও পড়ুন