ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।
 
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। নাটোর-৪ আসনে নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয়ি করবে গুরুদাসপুর-বড়াইগ্রামের ভোটাররা। 
 
এ সময় জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনের সকল ভোটাদের ভোট এবং দোয়া প্রত্যাশা করছেন।
NJ
আরও পড়ুন