পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার খুব কাছাকাছি অবস্থান হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। টানা ছয় দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের এই জনপদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এর আগে সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় ও এর আশপাশের জেলায় হিমালয় থেকে আসা হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। সকালের দিকে ঝলমলে রোদের দেখা মিললেও তাতে মিলছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।

এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। চিকিৎসকরা জানান, আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থদের হাসপাতেল ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকালে তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

DR/AHA