ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেলানী হত্যার ১৪ বছর

বিচার পেতে আর কতদিন লাগবে?

হত্যাকাণ্ডের ১৪ বছর পার হলেও বিচার পায়নি পরিবার। দীর্ঘ সময়েও মেয়ে হত্যার বিচার না পেয়ে প্রতিনিয়ত হতাশা ও আক্ষেপ করে চলছেন বাবা-মা।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় বিএসএফের গুলিতে নিহত হন ১৪ বছরের কিশোরী ফেলানী। তার মরদেহ কাঁটাতারে সাড়ে চার ঘণ্টা ধরে ঝুলে ছিল। ঝুলে থাকা ফেলানীর মরদেহ আলোড়ন তুলেছিল দেশ-বিদেশের গণমাধ্যমে। 

কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর পূর্ণ হলো আজ। হত্যাকাণ্ডের ১৪ বছর পার হলেও বিচার পায়নি পরিবার। দীর্ঘ সময়েও মেয়ে হত্যার বিচার না পেয়ে প্রতিনিয়ত হতাশা ও আক্ষেপ করে চলছেন বাবা-মা। তাদের প্রশ্ন, একটি প্রমাণিত হ্ত্যাকাণ্ডের বিচার পেতে আর কতদিন লাগবে? তারা উভয় দেশের সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।

নতুন সরকারের কাছে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন ফেলানীর মা জাহানারা বেগম। 

ফেলানী হত্যা মামলায় ফেলানীর বাবাকে আইনি সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট ও একুশে পদকপ্রাপ্ত মানবাধিকারকর্মী এসএম আব্রাহাম লিংকন বলেন, কার্য তালিকায় নতুন তারিখ ২৯ জানুয়ারি। আমি মনে করি, ভারতীয় উচ্চ আদালত রিটটির শুনানি নিয়ে ন্যায় বিচার করবেন। ফেলানীর পরিবার ন্যায়বিচার পেলে কারও জয় বা পরাজয় হবে না। সেটা মানবাধিকারের বিজয় হবে।

বিএসএফ সদস্য অমিয় ঘোষ আত্মস্বীকৃত খুনি। সে বলেছে তার গুলিতে মারা গেছে। খুনিকে সাজা দেওয়াই ন্যায়বিচার, খালাস ন্যায়বিচার নয়। আমরা বিএসএফের আদালতে ন্যায়বিচার পাইনি। ভারতের উচ্চ আদালতের গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে রয়েছে। তারা যদি ন্যায়বিচার করেন তাতে ভারতীয় রাষ্ট্রীয় আইনের সুরক্ষা হবে। সীমান্ত ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিকদের জন্য সেটা সুরক্ষা দেবে। সেটা মানবতার বিজয় হবে, কারও পরাজয়ের প্রশ্ন আসবে না। মানবাধিকার সুরক্ষিত হবে বলে উল্লেখ করেন আব্রাহাম লিংকন।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা রামখানা ইউনিয়নের কলোনীটারি গ্রামের বাসিন্দা ছিলেন নুরুল ইসলাম নুরু। অভাবের সংসার ছিল তার। সংসারের টানাপোড়েন ঘোচাতে ঘটনার প্রায় ১২ বছর আগে দেড় বছরের ফেলানীকে নিয়ে স্ত্রী জাহানারাসহ অবৈধ পথে যান ভারতে। সেখানে বঙ্গাইগাঁও গ্রামে বসবাস শুরু করেন তারা। পরে ইটভাটার কাজ করেন নুরু। জাহানারাও মাঝেমধ্যে শ্রমিকের কাজ করতেন। এরমধ্যে ফেলানী হয়ে যায় ১৩ বছরের কিশোরী। তখন বাংলাদেশে ফেলানীর বিয়ে ঠিক করে পরিবারের লোকজন। বিয়ের জন্য মেয়েকে নিয়ে ২০১১ সালের ৬ জানুয়ারি বঙ্গাইগাও থেকে রওনা দেন বাংলাদেশে বাড়ি উদ্দেশ্যে। আসার সময় মেয়েকে বিয়ের সাজ পরিয়ে দিয়েছিলেন মা জাহানারা। ওইদিন সন্ধ্যায় সীমান্তে পৌঁছে দালালদের সঙ্গে টাকার বিনিময়ে কাঁটাতার পার করে দেওয়ার চুক্তি হয় তাদের। ভারতের অভ্যন্তরে সীমান্তের এক বাড়িতে থাকতে দেন দালালরা। 

পরদিন ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মই বেয়ে প্রথমে কাঁটাতার পার হন বাবা নুরুল ইসলাম। এরপর ফেলানী কাঁটাতার পার হতে মই বেয়ে উপরে উঠলে ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফের এক সদস্য তাকে কাছ থেকে গুলি করলে কাঁটাতারে ঝুলে পড়ে ফেলানীর নিথর দেহ। প্রায় চার ঘণ্টা পর ফেলানীর মরদেহ কাঁটাতার থেকে নামিয়ে নিয়ে যায় বিএসএফ। ময়নাতদন্ত শেষে একদিন পর বিজিবির মাধ্যমে মরদেহ ফেরত দেয় তারা। 

AHA/KK
আরও পড়ুন