ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৪৮ পিএম

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ মে) ভোরে পৃথক অভিযানে এদের আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে ১৪ জনকে আটক করা হয়। স্থানীয়রা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি গিয়ে অভিযান চালায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আটক ৩০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশের সিলেট ও যশোর জেলার বাসিন্দা। বাকি ২২ জন রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিস্তারিত পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে।

অন্যদিকে, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক ১৪ জনের মধ্যে ৮ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন। তারা তিনটি পরিবারের সদস্য এবং সীমান্ত অতিক্রম করে প্রায় তিন কিলোমিটার ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মতিউর রহমান বলেন, ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক ব্যক্তিদের বিষয়ে আমরা তদন্ত করছি। তাদের ভারত থেকে জোর করে পাঠানো হয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

AHA
আরও পড়ুন