ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবারও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ড্রোন

আপডেট : ৩১ মে ২০২৫, ০১:৪৬ এএম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্ত দিয়ে কিছু সংখ্যক লোকজনকে পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশসীমায় চারটি নজরদারি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ড্রোন উড়তে দেখেছে সীমান্তবর্তী মানুষগুলো। এ সময় এলাকাবাসীরা আতঙ্ক উৎকণ্ঠা উপেক্ষা করে ঘর থেকে বেড়িয়ে রাস্তায় নেমে আসে।

স্থানীয়রা জানায়, বড়াইবাড়ী সীমান্তে ২৭ মে ১৪ জনকে পুশইন করার পর থেকে আরও বেশি বেপরোয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর ২৯ মে উপজেলার নওদাপাড়া সীমান্ত দিয়ে কিছু সংখ্যক লোকজনকে পুশইন চেষ্টা করলে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীরা চিৎকার করে বাধা দিলে ওই লোকজনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এ সময় তারা ওপারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সীমান্তে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

রৌমারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজ আহমেদ বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক চারটি ভারতীয় নজরদারি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী গ্রাম ও ক্যাম্প এবং বারবান্দা এলাকায় উড়তে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

MMS
আরও পড়ুন